নিজস্ব প্রতিনিধি
জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খান পুর গ্রামে আব্দুর রহমান হেলাল, জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম, দ্বীন ইসলামদের বসতঘর ভাঙচুর করেছে প্রতিপক্ষরা। এ সময় হামলাকারীরা তাদের টাকা-পয়সা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। আজ রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে জানানো হয়েছে, একই গ্রামের মৃত জয়নাল আবদীনের ছেলে আব্দুর রহমান হেলাল, জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম ও দ্বীন ইসলামের সাথে মৃত শফিউল্লাহ’র ছেলে বেলায়েত হোসেনের দীর্ঘদিন যাবৎ জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়কে কেন্দ্র করে হানিফ মিয়ার ছেলে বেলাল হোসেন, শাহাদাত হোসেন, মৃত হারুনের ছেলে হীরা, আবু তাহেরে ছেলে মাইনুদ্দিন, হানিফ মিয়ার ছেলে রাজু অজ্ঞাতনামা ৩৫/৪০ বহিরাগত লোক অতর্কিতভাবে হামলা চালিয়ে আব্দুর রহমান হেলাল, জহিরুল ইসলাম, ফখরুল ইসলাম, দ্বীন ইসলামদের ঘর ভাঙচুর করে। ভুক্তভোগীদের দাবি ঘর ভাঙচুর করে তাদের টাকা-পয়সা এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় হামলাকারীরা। এ সংবাদ পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।