নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামে শাহানাজ আক্তার (৪৫) নামের এক বিধবার ঘরে ঢুকে তাকে ধর্ষণের হুমকি দিয়ে জিম্মি করে এক দল ডাকাত স্বর্ণালংকার ও নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুঠ করে নিয়ে য়ায়। আজ শুক্রবার ভোর রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার লতিফপুর গ্রামের মলংঙ্গী বাড়ির বিধবা শাহানাজ আক্তারের দালান ঘরের প্রধান দরজা ভেঙ্গে মুখোশধারী ৮-১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে ওই বিধবাকে আটক করে এবং ধর্ষণের হুমকি দিয়ে জিম্মি করে তার দুই ভরি স্বর্ণালংকার ৬টি মুঠোফোন, নগদ ৪০ হাজার টাকা ও কাপড়সহ যাবতীয় মালামাল লুঠ করে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো.জাকারিয়া। তিনি ঘটনাস্থল পরিদর্শন বলেন, ভুক্তভোগী বিধবা এক ছেলে ও দুই মেয়ে নিয়ে ওই ঘরে থাকেন। তার লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
