বেগমগঞ্জে সড়ক দূর্ঘটনায় চাচাতো ও জ্যাঠাতো ভাইসহ তিনজন নিহত

নিহত শুভ ও তার ছোট ভাই হৃদয় এবং তাদের জ্যাঠাতো ভাই মো. জাহেদ

সুবর্ণ প্রভাত নিউজ ডেস্খঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের হাসান হুজুরের মাদরাসা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে সঙ্গে ধাক্কা লেগে খালে পড়ে দুই ভাই ও এক জ্যাঠাতো ভাইসহ ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। জেলার বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ঘাটলা হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ঘাটলা গ্রামের আব্দুল দাইয়ানের ছেলে চালক আরাফাত হোসেন শুভ (২২) ও তার ছোট ভাই মোহাম্মদ হৃদয় (১৮) এবং তাদের জ্যাঠাতো ভাই মো. কামাল হোসেনের ছেলে মো. জাহেদ (১৮)। তাদের মধ্যে ঘটনাস্থলে দুইভাই এবং জ্যাঠাতো ভাইকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যান।

বিষযটি নিশ্চিত করে কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন জানান, সকালে দুই ভাই ও তাদের জ্যাঠাতো স্থানীয় আবদুর রব হাই স্কুলের সামনে থেকে মোটরসাইকেলে করে পৌরণবিবির বাজার যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। বেপরোয়া গতির মোটরসাইকেল পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খালে পড়ে যায়। ঘটনাস্থলে দুই ভাই ও জ্যাঠাতো ভাইকে প্রথমে উপজেলার চৌমুহনী বাজারের একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে সে খান থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বেগমগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ) মো. ফরিদুল আলম জানান, এ দুর্ঘটনার খবর নিহতদের পরিবার থেকে জানানো হয়নি। তবে তারা জেনেছেন নিহতদের পারিবারিকভাবে দাফন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১