ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরে এক গৃহবধূকে(২১ ) একাধিক বার ধর্ষণ ও ভিডিও ধারন এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে পরিবার থেকে টাকা-পয়সা আদায়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেছেন ওই গৃহবধূর স্বামী। মামলায় আসামি করা হয়েছে পাশবর্তী সেনবাগ উপজেলার-শায়েস্তানগর গ্রামের আবুল হোসেন ছেলে দেলোয়ার হোসেন আরিফকে(২১)।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপারের দপ্তর থেকে জানানো হয়েছে, দেলোয়ার হোসেন আরিফ সাথে বিয়ে আগে অভিযোগকরীর স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের কারণে দেলোযার হোসেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সে একাধিকবার ধর্ষণ ও মোবাইলে ধর্ষণের ভিডিও ধারণ করে।
তার বিয়ের পর মোবাইলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দিবে বলে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে এবং পুনরায় ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তার পরিবার থেকে টাকা-পয়সার আদায় করে আরিফ।