বেগমগঞ্জ উপজেলা হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদান করছে স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ

নিজস্ব প্রতিনিধি

স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ এর পক্ষ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩০ বেডের কোভিড ডেডিকেটেড ইউনিটকে ৫ টি ৯.৮ কিউবিক লিটারের অক্সিজেন সিলিন্ডার উপহার হিসেবে প্রদান করেছে। রবিবার (১৫ আগষ্ট) বিকালে নোয়াখালী জেলার সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার এর উপস্থিতিতে অক্সিজেন সিলিন্ডারগুলো হাসপাতালের ইউএইচএফপিও ডাঃ অসিম সাহার হাতে সিলিন্ডারগুলো হস্তান্তর করা হয়েছে। সংযোগ ছাড়াও এর সহযোগীতায় ছিল ম্যাকসিস টায়ার বাংলাদেশ ও সোয়ান ইন্টারন্যাশাল। অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর কালো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ এর কো-অডিনেটর জুলকার নাহিয়ান,ইভেন্টরি ম্যানেজার মোা. এনামুল হক, বেগমগঞ্জ উপজেলা শাখার প্রতিনিধি শোভন ও সেনবাগ শাখার প্রতিনিধি নওশাদ। সংযোগের পক্ষ থেকে এ তথ্য জনানো হয়েছে।

তারা আরও জানায় সংযোগ একটি ফেসবুকভিত্তিক সমাজসেবামূলক সংগঠন যা করোনা মহামারীর শুরু থেকেই বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের সাথে সাথে সারা বাংলাদেশের সব প্রান্তে অক্সিজেন সেবা পৌঁছে দেয়ার ব্রত নিয়ে কাজ শুরু করেছিল। এরই ধারাবাহিকতায় গত ১ আগস্ট সংযোগ এর অক্সিজেন প্রদান শাখার ৪৩ তম জেলা হিসাবে যুক্ত হয় নোয়াখালী। প্রথমে ৫টি সিলিন্ডার দিয়ে শুরু করলেও বর্তমানে নোয়াখালী শাখায় রয়েছে ১৫ টি সিলিন্ডার। এই অক্সিজেন সিলিন্ডারগুলো নিয়ে ডাক্তারের পরামর্শ মোতাবেক রোগীদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সংযোগের স্বেচ্ছাসেবীরা। সংযোগ বর্তমানে বাংলাদেশের ৫২টি জেলায় অক্সিজেন সরবরাহ করে চলেছে। মুক্তিযোদ্ধা, কোভিড ফ্রন্টলাইনার এবং দুঃস্থ মানুষদের সম্পূর্ণ বিনামূল্যে সংযোগ এ অক্সিজেন সেবা প্রদান করছে। তবে সার্ভিস চার্জের বিনিময়ে যেকোনো রোগীই ডাক্তারের পরামর্শ মোতাবেক সংযোগের এ সেবা গ্রহণ করতে পারবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১