নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
গতকাল শনিবার রাতে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক সাংগঠনিক আদেশে বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে কেন্দ্রীয় সদস্য নির্বাচিত করা হয়।
আজ রবিবার জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ৯ম জাতীয় সম্মেলনে প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩-উপধারার বিধান অনুযায়ী সাবেক ছাত্রনেতা জাতীয় পার্টি নোয়াখালী জেলার সাধারণ বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করায় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এমপিসহ কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বোরহান উদ্দিন আহমেদ মিঠু।
কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় বোরহান উদ্দিন আহমেদ মিঠু বলেন, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বর্তমান চেয়ারম্যান জিএম কাদের এমপির দিক-নির্দেশনায় জাতীয় পার্টিকে শক্তিশালী করতে আমৃত্যু কাজ করে যাবো।
এদিকে বোরহান উদ্দিন আহমেদ মিঠু কেন্দ্রীয় সদস্য মনোনীত হওয়ায় নোয়াখালী জেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা আনন্দে উচ্ছ্বসিত হন। এছাড়াও বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠন থেকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।