নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী হাতিয়া উপজেলার ভাসান চরের সামগ্রিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আজ মঙ্গলবার সকালে নোয়াখালীর নবাগত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ওই এলাকায় কর্মরত সকল সংস্থার সঙ্গে
এক মতবিনিময় সভা করেন। ভাসানচরের আরআরআরসি সম্মেলন কক্ষে এ সভায় বিভিন্ন সংস্থা থেকে ভাসানচরের সামগ্রিক সমস্যা চিএ তুলে ধরা হয়।
এ সময় পুলিশ সুপার আইনশৃঙ্খলা ও রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়ে সার্বিক সার্বিক সমস্যা সমাধানে সবাইকে আন্তরিকতার সহিত কাজ করার আহ্বান জানান । সভায় তিনি মহিলা পুলিশ থাকার সেল্টার ছেড়ে দেওয়ার জন্য নৌবাহিনীর পক্ষ থেকে চিঠি দেওয়া হযেছে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। পরে পুলিশ সুপার ভাসান চর থানা পরিদর্শন কালে সকল কর্মকর্তা ও ফোর্সদের সুশৃঙ্খলভাবে সম্মানের সহিত কাজ করার জন্য নির্দেশনা প্রদান করেন।