ভাসানচরের সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা

বিশেষ প্রতিনিধিঃ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরের সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করলেন জাতিসংঘের সহকারী মহাসচিব, ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজারসহ নয় সদস্যের প্রতিনিধিদল । রোববার দুপুরে ভাসানচরে বসবাসকারী রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রম পরিদর্শন শেষে এইপ্রতিনিধিদল সন্তোষ প্রকাশ করেন ।

এসময় জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা বলেন, ভাসানচর অনেক গুছানো ও পরিপাটি। এখানে চলমান মানবিক সহায়তা কার্যক্রম সমূহ সন্তোষ জনক এবং ভাসানচর রোহিঙ্গাদের বসবাসের জন্য উপযোগী।
এসময় প্রতিনিধিদলের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নাফিউল হাসান,শরনার্থীত্রান ও প্রত্যাবাসন কমিশনার(অতিরিক্ত সচিব)মোঃ মিজানুর রহমান, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি ষ্টেফানলিলার, ইউএনডিপির প্রতিনিধি কীর্তিজাই পাহাড়ী, রাগীব আহসান কেইটাসুগিমোতো,শামরাত, মোঃ আব্দুলকাইউম ও মহাপরিচালক মায়ান মার শাখা ও মিয়া মোঃ মাইনুল কবির এছাড়াও ভাসনচরের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (উপসচিব) মো. মাহফুজার রহমান, ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ তরিকুল ইসলাম, ভাসানচর আশ্রয়ন প্রকল্পের পিডি ক্যাপ্টেন মো. হাবিব- উল-আলম, ভাসানচর আশ্রয়ন প্রকল্পের ডিপিডি কমান্ডার মোহাম্মদ আনোয়ারুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে ভাসানচরের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার(উপসচিব) মো. মাহফুজার রহমান বলেন, জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজাসহ প্রতিনিধিদল প্রথমেই অতিরিক্ত শরণার্থী এাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে একটি মতবিনিময় সভায় মিলিত হন। সভায় ভাসানচর সম্পর্কে একটি চিত্র তুলে ধরা হয়। পরে প্রতিনিধিদল ব্র্যাক ও প্রত্যাশী কর্তৃক পরিচালিত লাইভিহুড কার্যক্রম, বর্জব্যবস্থাপনা কার্যক্রম, সরকারী ২০ শয্যাবিশিষ্ট সরকারী হাসপাতাল এবং বিশ্বখাদ্য কর্মসূচী পরিচালিত ই-ভাউচার শপের কর্মসূচী পরিদর্শন করেন।

তিনি বলেন, বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজাসহ প্রতিনিধিদল ভাসানচরের সহায়তা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভাসানচর পরিপাটি ও থাকার উপযোগী বলে মন্তব্য করেন। এ স্থানে বসবাসকারী রোহিঙ্গাদের সাথে আলাপ করেই এমন সন্তোষ প্রকাশ করেছেন তারা। পরে তারা বিমানবাহিনীর একটি বিমানে করে ভাসানচর ত্যাগ করেন।
এর আগে সকালে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের রেহানিয়া গ্রামের জেলেদের জীবন জীবিকা এবং আত্মসামাজিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজাসহ প্রতিনিধিদল ।
সেখান থেকে এই প্রতিনিধি দল উপজেলার বুড়িরচরের সেলিমবাজার বেড়িবাঁধের পাশে বসবাসরত জেলে পরিবারের সাথে তাদের জীবন জীবিকা,সুযোগ সুবিধা ও বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার নিয়ে কথা বলেন। । এসময় জেলেরা তাদের শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত নিয়ে বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
পরে হাতিয়া বিদ্যুৎ কেন্দ্রের মিলনায়তনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এসভায় উপজেলাপরিষদ চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার লাকী, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুলইসলাম,ডা ঃ খালেদ সাইফুল্ল্যাহ,সাংবাদিক ইফতেখার হোসেন তুহিনসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন ।বক্তরা সফররত প্রতিনিধিদের কাছে হাতিয়া দ্বীপের নদী ভাঙ্গন সমস্যা কৃষি,মৎস্য ও চিকিৎসাব্যবস্থার নানাবিধ সমস্যাদি তুলে ধরেন।
জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজার তার বক্তব্যে সম্মিলিতভাবে সকলের আংশ গ্রহনের মাধ্যমে কাংখিত জীবনমানের উন্নয়ন ঘটানো সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, কক্সবাজারে চাপ কমাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত বছরের ডিসেম্বর রোহিঙ্গাদের ভাসানচরে সরিয়ে নেওয়া শুরু হয়। এ পর্যন্ত বিভিন্ন দফায় মিয়ানমারের ৩২ হাজারের অধিক রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়েছে। সরকার নিজস্ব অর্থায়ন এবং দেশি-বিদেশি সাহায্য সংস্থাকে যুক্ত করে ভাসানচরের রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১