ভাসানচরে এক রোহিঙ্গাকে হত্যার অভিযোগে চার যুবক গ্রেফতার

কৃষ্ণ চন্দ্র মজুমদার, হাতিয়া প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে আব্দুস শুকুর (২২) নামের এক রোহিঙ্গা যুবকে হত্যার অভিযোগে ৪ রোহিঙ্গা যুবককে গ্রেফতার করেছে করেছে পুলিশ। আজ বুধবার বিকেলে ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতাররা হলে, ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ৭ নম্বর ক্লাস্টারের হাফেজ আহম্মদের ছেলে মো. সেলিম (২০), ২৫ নম্বর ক্লাস্টারের সফি উল্যাহর ছেলে ওমর হাকিম ওরফে ফারুক (১৯), ৫ নম্বর ক্লাস্টারের জামাল হোসেনের ছেলে মো. কামাল (২৫) ও ৭ নম্বর ক্লাস্টারের মৃত আবু তালেবের ছেলে মো. রফিক ওরফে আইয়ুব (২২)। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে ভাসানচরের ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়নের উত্তর-প‚র্ব দিকের সাগরের তীর থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আবদুস শুক্কুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পিতা আলী মিয়া বাদী হয়ে ছয়জনের নাম এজারভুক্ত ও অজ্ঞাত আরও ৩-৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে ভাসান চর থানার ওসি জানান। পরে পুলিশ এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করে। মামলার বাদী আলী মিয়া বলেন, রবিবার সন্ধ্যায় আসামিরা গাছ কাটার জন্য আবদুস শুক্কুরকে ডেকে নিয়ে যায়। এর পর থেকে সে আর ফিরে আসেনি। পরদিন সোমবার রোহিঙ্গা দিল মোহাম্মদ সাগরের ওই স্থানে মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পায়। পরে তিনি মরদেহের হাতে থাকা হাতঘড়ি এনে মঙ্গলবার সকালে সবাইকে দেখালে আমরা শুক্কুরকে শনাক্ত করি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১