নিজস্ব প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচরে লেকের মধ্যে পানিতে ডুবে দুই ভাই মোঃ আনিসুর রহমান আনাস (৬), মোঃ জামাল হোসেন (৯) ও মোঃ হাফসা (৫) নামের তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। মৃত আনিসুর রহমান ও জামাল হোসেন রেহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার- ৫৪, রুম নং- বি- ৯/১০ এর দলিলুর রহমানের ছেলে এবং একই ক্লাস্টারে রুম নং- বি-১১/১২ এর আব্দুর সবুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম জানান, সকালে রোহিঙ্গা চার শিশু চেয়ারম্যানের দীঘি নামক স্থানে লেকের খেলতে যায়। সে খানে লোকের পানিতে ডুবে যায় তিন শিশু। এ সময় তাদের সঙ্গে থাকা শিশু হাফসার ভাই মোঃ জুনায়েদ (৬) তা দেখে দৌড়ে এসে কাছের ক্লাস্টারের রোহিঙ্গাদের ঘটনা জানায়। খোাঁজাখুঁজি করে এর দুই ঘন্টা পর স্থানীয় রোহিঙ্গারা সকাল সাড়ে ১১টার দিকে আনিসুর রহমান , মোঃ জামাল হোসেন ও মোঃ হাফসাকে ডুবন্ত অবস্থায় পানি হতে উদ্ধার করে ভাসানচর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মৃত শিশুদের তাদের অভিভাবকদের নিকট হস্তান্তর করে। এঘটনায় ভাসানচর থানায় একটি জিডি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।