নিজস্ব প্রতিনিধি
নোয়াখালী হাতিয়া উপজেলার ভাসানচরের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে রেহিঙ্গাদের পলায়নে সহায়তকারী ৯(নয়) রোহিঙ্গা দালালকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন( এপিবিএন) সিভিল টিম, এনএসআই ও পুলিশের যৌথ টিম। বুধাবার দিবাগত গভীর রাতে এক অভিযানে ভাসানচর থেকে তাদেররক গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, রোহিঙ্গা ক্যাম্পের ক্লাস্টার ৬৫ রুম নং এম/০৮ এরমোহাম্মদ আলমের ছেলে মোঃ জুবায়ের (২২), ক্লাস্টার ৬৪ রুম নং এফ/০৬ এর নুর ইসলামের ছেলে রেদোয়াান (২০), ক্লাস্টার ৬৪ রুম নং জে/০৯ এর জাকির হোসেনের ছেলে মোহাম্মদ সালাম ( ৩১), ক্লাস্টার ৭৭ রুম নং বি/১৪ এর নূর মোহাম্মদের ছেলে আব্দুর রহমান (১৯), ক্লাস্টার ৫১রুম নং এম/১৬ রফিক আলমের ছেলে সৈয়দ করিম (১৮), ক্লাস্টার ৫১ রুম নং কে/১৬ এর সৌরভ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০), ক্লাস্টার ২৬ রুম নং ডি/১৩ এর নূর মোহাম্মদের ছেলে শফিউলাহ (২২), ক্লাস্টার ০৬ রুম নং এর এইচ/০৫ আবু বক্করের ছেলে নজিমুলাহ(৩৭) এবং ক্লাস্টার ৭৮ রুম নং এল/০৭,০৮ এর হানিফার ছেলে মোহম্মদ সালেহ(৪০)।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার মো.শহীদুল ইসলাম জানান, গত ১৯ আগষ্ট দায়েরকৃত রোহিঙ্গা পলায়নের একটি মামলার তদন্তে রেহিঙ্গাদের পলায়নে সহায়তকারী হিসেবে সম্পৃক্ততা পাওয়ায় এ নয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আজ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।