ভাসানচর থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা কোম্পানীগঞ্জে আটক

জাফর উল্যাহ পলাশ, কোম্পানীগঞ্জ : নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ১৪ রোহিঙ্গা, নারী-পুরুষ ও শিশুকে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী থেকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটবকৃকদের ম মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী ও ৪ শিশু রয়েছে। আজ বুধবার বিকাল ৩টার দিকে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড বামনী নদীর হেঞ্জু মাঝির ঘাট নামক এলাকা থেকে রোহিঙ্গাদের আটক করা হয়েছে।
আটককৃত রোহিঙ্গা হলো- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের হারজিনা (২৪), মো. রফিক (২৯), সাবিকুন নাহার (৩৭), জান্নাত উল্যাহ (২), মো. রশিদ (১৭), খায়রুল আমিন (২৪), জাহেদা বেগম (২২), সাইদুল আমিন (৩০), সামছুন নাহার (১), নুর আলম (২০), জাহিদ হোসেন (১৮), রেয়াজুল ইসলাম (২৯), সাইদুর আলম (১৪) ও নুর ইসলাম (৬০)।
আটককৃত রোহিঙ্গারা জানান, তারা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দালালের মাধ্যমে ইঞ্জিনচালিত নৌকায় করে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা করেছিল। দালাল ও নৌকার মাঝিরা ৬০ হাজার টাকা চুক্তিতে ভাসানচর থেকে চট্টগ্রামে দিয়ে আসার চুক্তি করে। কিন্তু দালালরা কৌশলে তাদেরকে কুতুপালং ঘাটের কথা বলে হেঞ্জু মাঝিরঘাটে নামিয়ে দিয়ে চলে যায়।
চর এলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, দালালচক্রের মাধ্যমে পুরুষ-নারী ও শিশুসহ ১৪ জন রোহিঙ্গা নাগরিক গত তিন দিন আগে ভাসানচর থেকে চট্রগ্রাম যাওয়ার উদ্দেশ্যে পালিয়ে আসে। পরে দালাল চক্র তিন দিন তাদেরকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে মাছ ধরার বড় নৌকায় করে চর এলাহী ইউনিয়ন এলাকার বামনী নদীর শাখাতে ছেড়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। রোহিঙ্গাদের বামনী নদীর কুলে দেখতে পেয়ে স্থানীয় এলাকাবাসী তাদেরকে আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসে। বিষয়টি কোম্পানিগঞ্জ থানাকে বিষয়টি অবগত করি । পরে পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে বিদেশী নাগরিক আইনে মামলা দায়ের করা হবে। আগামীকাল বৃহস্পতিবার আটককৃত রোহিঙ্গাদের আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে একই স্থান থেকে গত ১১জুন ১২ রোহিঙ্গা নারী পুরুষকে আটক করে পুলিশে সোপর্দ করেছিল স্থানীয়রা।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১