ভাসানচর থেকে পালিয়ে যাওয়া রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, উদ্ধার-১৫, নিখোঁজ ২৫

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার কালে বঙ্গোপসাগরে রোহিঙ্গা বোঝাই কাঠের নৌকা ডুবিতে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ২০-২৫ জন । শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে ভাসানচর থেকে ১৫-২০ কিলোমিটার পূর্ব দিকে চট্টগ্রাম জেলার বঙ্গোপসাগর এলাকায় এ ঘটনা ঘটে।
নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম পিপিএম গতকাল শনিবার রাত ১০টা ৫৬ মিনিটে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, নৌকাটিতে ৩০-৪০ জন রোহিঙ্গা ছিল। (আজ) রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের মধ্যে আবদুর রহমান নামের এক রোহিঙ্গার ৫ শিশুসহঅন্যরা নিখোঁজ রয়েছে। আবদুর রহমান তার স্ত্রীকে ভাসান চরে রেখে ৫ শিশুকে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর রাতে একটি ফিশিং ট্রলার তাকে উদ্ধার করে চট্টগ্রামের সাতকানিয়ার কাছাকাছি নামক স্থানে নামিয়ে দেয়। সে স্থানের কেচিয়া গ্রামের নূর সালামের বাড়িতে অবস্থান করছে।

পুলিশ সুপার আরো জানান, ডুবে যাওয়া নৌকাটির অবস্থান সনাক্ত করে উদ্ধার করার জন্য বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ নৌ বাহিনীর হেলিকপ্টার বঙ্গোপসাগর এলাকার আকাশে টহল দেয়া কালে চট্টগ্রাম চ্যানেল এর মধ্যবর্তী স্থানে একটি কাঠের বোট ডুবন্ত অবস্থায় দেখতে পায়। ধারণা করা হচ্ছে যে এটি ডুবন্ত কাঠের নৌকা । বর্তমানে ওই ডুবন্ত কাঠের বোটের পাশে নৌ বাহিনীর একটি জাহাজ নোঙর করে অবস্থান করছে। আজ রবিবার নৌ বাহিনী কাঠের বোট উদ্ধার করতে অভিযান পরিচালনা করবে বলে জানা যায়।

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮