নিজস্ব প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পারাপারে জড়িত ও সহযোগিতার অভিযোগে আকবর হোসেন ওরফে সাইফুল্লাহ (৩৫) ও নুর ইসলাম (৪৫) নামের দুইজনকে গ্রেফতার করেছে সুবর্ণচরের চরজব্বার থানা-পুলিশ। সোমবার দিবাগত গভীর রাতে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রাম থেকে এই দুজনকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামি সাইফুল্লাহ ও নুর ইসলাম ভাসানচরের আশ্রয়কেন্দ্র থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের মেঘনা নদী পারাপারে সহযোগিতা করতেন। পালিয়ে আসা রোহিঙ্গাদের আটকের পর জিজ্ঞাসাবাদে এ তথ্য জানাযায় । পরে সাইফুল্লাহ ও নুর ইসলামকে তাদের সহযোগী হিসেবে মামলায় সাইফুল্লাহ ও নুর ইসলামকে সহযোগী হিসেবে উল্লেখ করা হয়।এর পর থেকে সাইফুল্লাহ ও নুর ইসলাম আত্মগোপনে করে। তিনি আরো জানান, ভাসানচর থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিরুদ্ধে দায়েরকৃত বিদেশি নাগরিক আইনের মামলায় তাদেরকে সহযোগী হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।