ভোটের মাধ্যমে যেই দলই ক্ষমতায় আসবে,তারা সরকার গঠন করবে- জয়নুল আবদিন ফারুক

খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃসাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সবাই যদি ডক্টর ইউনুছকে আমরা সহায়তা করতে পারি, ইনশাল্লাহ দেশে গণতন্ত্র ফিরে এসেছে, ফিরে আসবে। বাংলাদেশে আর মৃত ব্যাক্তির ভোট নয়। বাংলাদেশে আমার ভোট আমি দেবো, এ ভোটের মাধ্যমে যেই দলই ক্ষমতায় আসুক, সেই দলই সরকার গঠন করবে এবং দেশ চালাবে।
আজ বুধবার বিকেলে নোয়াখালীর সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘‘জয়নুল আবদিন ফারুক ফাউন্ডেশন’’ (জেড.এ.এফ) প্রাইজ মানি ফুটবল টুর্ণামেন্ট শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন বলেন, ফুটবলকে যারা ধ্বংস করে দিয়েছে গেছে, এ সরকারের কাছে আকুতি জানাবো ফুটবলকে আবারো পুণরুদ্ধারের মাধ্যমে যুব সমাজ থেকে মাদক নির্মূল করতে হবে। খেলাধুলা-লেখাপড়ার মধ্যে দিয়ে জাতিকে গঠন করতে চাই। খেলাধুলাই জাতিকে সংগঠিত করতে পারে। ফুটবল ও ক্রিকেট সহ সকল খেলার মধ্যে দিয়ে এই নর পৈশাচিক মাদক থেকে যুব সমাজ সে বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন,স্থানীয় প্রাশাসনকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমার লোক নই, ড. ইউনুসের লোক। করো রক্ত চুক্ষ দেখে মাথা নত করবেন না, আমি যদি কোন অন্যায় কথাও বলি, আপনারা আমার ও আমার নেতাদের কথাও শুনবেন না। তিনি স্থানীয় পুলিশ প্রাশাসনকে উদ্দেশ্য কর বলেন, সেনবাগে যাতে গরিব সিএনজি অটোরিক্সা চালকদের কাচ থেকে কোন ধরনে চাঁদাবাজি না হয়।
ফাউন্ডেশনের আহবায়ক ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিয়া মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে ও সেনবাগ পৌর বিএনপির আহবায়ক আবদুল হান্নান লিটন এবং বিএনপি নেতা হুমায়ন কবিরের পরিচালনায় এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. জাহিদুল ইসলাম, সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান, ফাউন্ডেশনের সদস্য কানিজ ফাতেমা, জেলা বিএপির সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসি, সেনবাগ পৌর বিএনপির সাবেক সেক্রেটারী ফারুক বাবুল, সাবেক সেক্রেটারী শহিদ উল্লাহ, বিএনপি নেতা নুর নবী বাচ্ছু, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক কামরুল হাসান তুহিন, যুগ্ম আহবায়ক সামছুল হক সামু, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী জহিরুল ইসলাম জহির সহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও সহসহযোগী সংগঠনের নেতাকর্মী ।
খেলায় সেনবাগ উপজেলা ৯টি ইউনিয়ন, একটি পৌরসভা ও পার্শ্ববতী সোনাইমুড়ী উপজেলার ৪টি ইউনিয়ন দল সহ ১৪টি ফুটবল দল অংশ গ্রহন করেছে। উদ্বোধনী ম্যাচে সোনাইমুড়ীর ৫নং অম্বরনগর ইউনিয়ন ও সেনবাগের কাদরা ইউনিয়ন দলের মধ্যে খেলা অনুষ্টিত

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১