মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের ৩ ঘন্টা সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেকের অপসারণের দাবিতে প্রায় ৩ঘন্টা সড়ক অবরোধ করে এবং বিদ্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা এক দফা এক দাবি প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। তাদের এক দফা এক দাবি কর্মসূচি সফল না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার হুমকি দেয়।
আজ সোমবার সকাল ১০টা থেকে পৌনে ১টা পর্যন্ত উপজেলার চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয়ের সামনে চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এতে সড়কের দুইপাশে বহু যানবাহন আটকা পড়ে ব্যপক যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। একপর্য়ায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেনাবাহিনী, বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অবরোধকারী শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তারেক ঐতিহ্যবাহী চৌমুহনী মদনমোহন উচ্চবিদ্যালয়ে স্কুলে যোগদান করার পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িতে পড়েন। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা। তিনি স্বেচ্ছাচারীরতার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেন।
তারা প্রধান শিক্ষক মাহবুবুর রহমান তারেক স্বৈরাচার শেখ হাসিনার দোসর বেগমগঞ্জের সাবেক এমপি মামুনুর রশিদ কিরণের পা চাটা গোলাম আখ্যায়িত করে অবিলম্বে তার পদত্যাগ দাবি করে।
এ ব্যপারে প্রধান শিক্ষক মাহবুবুর রশীদ তারেক তার বিরুদ্ধে আনিত অভিযোগ নাকচ করে বলেন, সড়ক অবরোধে সাধারণ শিক্ষার্থীরা ছিলনা। বিদ্যালয়ের সভাপতি হিসেবে অ্যাডভোকেট আবদুর রহিমের নাম প্রস্তাব করায় প্রতিপক্ষের লোকজন বহিরাগত লোকজন দিয়ে আমার অফিসে হামলা ভাংচুর চালায়। আগেও আমার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ আনা হয়। একাধিক তদন্তে দুর্নীতির কোন সত্যতা পাওয়া যায়নি। দুইজন শিক্ষক আমার বিরুদ্ধে লেগেছে।
এ ঘটনা নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষার্থীদের দাবি নিয়ে কথা বলার আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেয়। বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১