সুবর্ণ প্রভাত অনলাইনন ডেস্কঃ
মরক্কোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৩২ জন হয়েছে এবং ৩২৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৫১ জনের অবস্থা আশঙ্কাজনক।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা আরও জানিয়েছে, মাটি থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১৮ দশমিক ৫ কিলোমিটার। এর কেন্দ্রস্থল মারাকাশের প্রায় ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির স্থায়ীত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড।
মরক্কোয় স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১১ টার কিছুক্ষণ পরে আটলাস পর্বতে ভূমিকম্পটি আঘাত হানে। এই শক্তিশালী আঘাত হানে। ফলে দেশটির বহু বাসিন্দাকে রাস্তায় রাত কাটাতে হয়েছে।
ভূমিকম্পের প্রথম ৯ ঘণ্টাতেই ৬৩২ জনের মরদেহ পাওয়া গেছে। এ সংখ্যা আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ রাত পেরিয়ে দেশটিতে মাত্র সকাল হয়েছে। আর এখনই শুরু হবে আসল উদ্ধার অভিযান।
দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, আফটারশকের জন্য বাসিন্দারা এখনো ঝুঁকির মধ্যে আছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সোবাসিন্দাদের নিরাপদে অবস্থান নেওয়ার সতর্ক করেছেন।
মরক্কোয় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৩২
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ৯, ২০২৩
- ২:২০ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সোনাইমুড়ী উপজেলা যুবদলের সভাপতি গ্রেফতার
•
নভেম্বর ২৯, ২০২৩
আয়কর বিবরণী জমার সময় বাড়লো দুই মাস
•
নভেম্বর ২৯, ২০২৩
ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র দাখিল
•
নভেম্বর ২৯, ২০২৩
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
