মাইজদীতে ১৬ ঘণ্টা জিম্মি থাকা পরিবারকে উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিনিধিঃ
পাওনা টাকা সময়মত না পেয়ে নোয়াখালীর জেলা শহর মাইজদীর একটি বাসায় ১৬ ঘণ্টা আটকে রাখার পর জিম্মি দশা থেকে এক পরিবারের সদস্যদের উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নোয়াখালী সরকারি কলেজ রোডে সাতানী পুকুরপাড় এলাকার “ক্ষণিকা” নামক একটি বাসা থেকে তাদের উদ্ধার করে সুধারাম থানার এসআই কৃষ্ণ মোহনের নেতৃত্বে একদল পুলিশ। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নির্যাতিত পরিবারের সদস্যরা জানান, কলেজ রোডের সাতানী পুকুরপাড় এলাকার ওই বাসার মালিক ও স্থানীয় রুবেলের নেতৃত্বে কিছু এনজিও কর্মী ওই পরিবারের সদস্যদের বাড়ির বাইরে থেকে তালা দিয়ে তাদের ১৬ ঘণ্টা আটক করে রাখে। পরে ওই পরিবারের এক নারী ও তার ছেলেসহ অন্যান্য সদস্যরা চিৎকার করলে আশেপাশের লোকজন বিষয়টি জানতে পারে। গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানা পুলিশ জেনে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করে।
সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কেউ টাকা পাবে তাই বলে কাউকে বাসায় আটকে রেখে নির্যাতন করতে পারে না। এটি বড় অপরাধ। রুবেল নামের এক ব্যক্তির নেতৃত্বে কিছু বেসরকারি এনজিও কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত। এব্যাপরে অভিযোগ ফেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮