মানসিক চাপে ত্বকের লাবণ্য হারানো থেকে মুক্তির উপায়

সুবর্ণ লাইফস্টাইল কর্ণার ডেস্ক : মন ভালো রাখার সবচেয়ে ভালো ওষুধ হলো হাসি। আর মন ভালো থাকলেই শরীর ভালো থাকে। মন ও শরীর একে অন্যের পরিপূরক। মন ভালো থাকলে তা যে চেহারায় ফুটে ওঠে, সে কথা তো অস্বীকার করা যাবে না।

এখন প্রশ্ন হলো, মনের অবস্থা ঠিক কতটা প্রভাব ফেলে ত্বকের ওপরে। উত্তর শুনে অবাক হবেন অনেকেই। কারণ, মানসিক অবস্থার সামান্য পরিবর্তনও ত্বকে ফুটে ওঠে। চিকিৎসকদের মতে, অতিরিক্ত নেচিবাচক চিন্তা মারাত্মকভাবে প্রভাব ফেলে ত্বকের স্বাস্থ্যের ওপরে। রাগ-ক্ষোভ-বিরক্তি মনে বাসা বাঁধলে অল্প সময়ের ব্যবধানে বুড়িয়ে যায় ত্বক। সবার আগে যে বিষয় লক্ষণীয় তা হলো কিভাবে নিজের যত্ন নেওয়া যায়? তার আগে জানতে হবে, কী ধরনের প্রভাব ফেলে মনের ওপর।

মানসিক চাপ : মানসিক চাপ বেশি থাকলে ত্বকের বয়স বাড়ে খুব দ্রুত। মানসিক চাপের কারণে শরীরে বেশি কর্টিসল হরমোন তৈরি হয়। তার প্রভাব গিয়ে পড়ে সব অঙ্গ-প্রত্যঙ্গে। ত্বকে বলিরেখা পড়তে শুরু করে। অনেকের মুখে ব্রণের সমস্যা দেখা দেয়।

রাগ : কথায় কথায় যাদের রাগ হয় তাদের ত্বকও দ্রুত বুড়িয়ে যায়। রাগের কারণে মুখের পেশিতে চাপ পড়ে। রাগ কমে যাওয়ার পরেও সেই ছাপ থেকে যায়।

অবসাদ : এমন ক্ষেত্রে অনেক সময় চোখ-মুখ কুঁচকে যায় মানুষের। সেই ছাপ ত্বকের ওপরে পড়ে। তা ছাড়া বেশিদিন অবসাদে ভুগলে মুখে ক্লান্তির ছাপও থাকে। সবে মিলে জেল্লা হারায় ত্বক।

রোজ এসব বিষয় মানিয়ে চলতে হবে, আর তাহলেই সুস্থ ত্বক সম্ভব। মনের পাশাপাশি ত্বকের যত্ন নিতে হবে। প্রতিদিন ৩ থেকে ৪ লিটার পানি খেতে হবে।

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১