মুক্তির গল্প বলি

নিজস্ব প্রতিনিধি : নোয়াখালী জেলা প্রশাসন কর্তৃক তিন বছরমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে জেলার স্কুল-কলেজসমূহের শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষে মহান মুক্তিযুদ্ধের গল্প বলার অনুষ্ঠান আজ শনিবার অনুষ্ঠিত হয়। নোয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা সংরক্ষিত মহিলা আসনের এমপি ফরিদা খানম সাকি। বিশেষ অতিথি ছিলেন মহান মুক্তিযুদ্ধ চলাকালীন বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীপ্রধান সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বেলায়েত, নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার মোজাম্মেল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মিয়া মো. শাহজাহান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন। অনুষ্ঠানে নোয়াখালী সরকারি কলেজ ও নোয়াখালী জিলাস্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন প্রজন্মকে আমাদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। এ জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধের উপর লিখিত বইগুলো পড়তে হবে। বক্তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বৃহত্তর নোয়াখালীতে ঘটে যাওয়া রণাঙ্গনের বিভিন্ন স্মৃতি রোমন্থন করেন। স্বাধীনতার পূর্বে আমাদের দেশে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন দিক তুলে ধরে আরো বলেন, বঙ্গবন্ধুর ডাকে এ দেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে দেশকে উন্নয়নের স্বর্ণশিখরে পৌঁছে দিয়েছেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১