আলা উদ্দিন শিপলু
মুজিব শতবর্ষ উপলক্ষে নোয়াখালীর কবিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে মাসব্যাপী বিতর্ক প্রতিযোগিতা শেষে আজ মঙ্গলবার সকালে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।
কবিরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন কবিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিদুৎ কুমার বিশ্বাস, পৌর মেয়র জহিরুল হক রায়হান ও কবিহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন রুমি । শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে বক্তব্য রাখেন কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুজ্জামান বাবুল। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় প্রথম.দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে অনুষ্ঠানের প্রধান প্রধান অতিথি জেলা প্রশাসক ও অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
এ বিতর্ক প্রতিযোগিতায় ২৪ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। তার মধ্যে স্কুল পর্যায়ে প্রথম স্থান কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে বকতারুন নেচ্ছা উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায়ে চাপরাশির হাট ইসমাইল ডিগ্রী কলেজ প্রথম ও কবিরহাট সরকারি কলেজ দ্বিতীয় স্থান অর্জন করে ।