নিজস্ব প্রতিনিধিঃবাবা-মায়ের ওপর অভিমান করে মৃত্তিকা পাল (১৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো.অহিদ মুরাদ। এর আগে, গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের দারোগা শংকর রায়ের বাসায় এই ঘটনা ঘটে।
নিহত মৃত্তিকা পাল উপজেলার নোয়াখালী পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের ঊষা রঞ্জন পালের মেয়ে এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত্তিকা মেধাবী ছাত্রী ছিল। কিছু দিন পর তার পরীক্ষা। এজন্য মেয়েকে মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে দেখে মোবাইল রেখে পড়া লেখা করতে বলে বাবা। এরপর তার বাবা দোকানে চলে গেলে অভিমান করে নিজ রুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো.অহিদ মুরাদ আরও বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মোবাইল রেখে পড়া লেখা করতে বলায় ফাঁস নিলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ২৪, ২০২৪
- ৪:৪৪ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে : এ্যানি
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
চাটখিলে বইমেলার উদ্বোধন
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত

1 thought on “মোবাইল রেখে পড়া লেখা করতে বলায় ফাঁস নিলো ষষ্ঠ শ্রেণির ছাত্রী”
أنابيب الري بالتنقيط في العراق في مصنع إيليت بايب، يتم تصميم أنابيب الري بالتنقيط لدينا لتوفير توصيل فعال للمياه للتطبيقات الزراعية. تم تصميم هذه الأنابيب لتقليل هدر المياه وزيادة إنتاج المحاصيل، مما يعكس التزامنا بتطوير تكنولوجيا الري في العراق. باعتبارنا مصنعًا رائدًا وموثوقًا، يضمن مصنع إيليت بايب أن تكون أنابيب الري بالتنقيط لدينا ذات أعلى جودة، مما يساهم في نجاح الممارسات الزراعية. اكتشف حلول الري بالتنقيط لدينا على elitepipeiraq.com.