যে কারেণ চটেছেন সালমা

সুবর্ণ বিনোদন কর্ণার ডেস্ক : বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা আক্তার। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া এই শিল্পী বর্তমানে গান নিয়ে ব্যস্ত আছেন। সম্প্রতি সালমার ঘর-সংসার নিয়ে একাধিক ভুয়া খবর প্রকাশিত হওয়ায় বেশ চটেছেন এই গায়িকা।
সালমা বলেন, ‘যারা এই সমস্ত বিভ্রান্তিকর খবর প্রকাশ করছে তারা আসলে সাংবাদিক না। আমার মনে হয়, চক্রান্তকারী কোনো গ্রুপ আমার পেছনে লেগেছে এবং এই সব উল্টাপাল্টা নিউজ প্রকাশ করছে। তারা আমাকে বিব্রতকর অবস্থার মধ্যে ফেলার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
সালমা বলেন, ‘গত কিছুদিন হলো আমার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এরই মধ্যে আমরা স্থানীয় থানার ওসি সঙ্গে কথা বলেছি। সেই সঙ্গে তথ্যগুলো সংগ্রহ করছি। আগামী সপ্তাহে এসব মিথ্যা সংবাদের বিষয়টি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হবো।’
এর আগে গত সোমবার নিজের ফেসবুকে দুটি ভুয়া খবর তুলে ধরেন এই গায়িকা। তার একটির শিরোনাম ‘আবারও বিয়ে করতে যাচ্ছি : সালমা’, আরেকটির শিরোনাম ‘স্বামীর সঙ্গে বুধবার লন্ডন যাচ্ছেন সালমা’। সেই পোস্টের ক্যাপশনেও ক্ষোভ ঝেড়েছেন তিনি।
সালমা লিখেছেন, ‘এদের কি করতে মন চায় বলেন তো। এই ধরনের নিউজ করার মানে কী? ভাই তোদের মা-বোন নাই? একজন লন্ডন পাঠিয়ে দিলো, আরেকজন বিয়ে। ট্রেন্ডিং নিউজ-এক বাপের সন্তান হলে এগুলা বন্ধ করেন? না হলে অন্যকে পচাতে গিয়ে দেখবেন নিজে আর নিজের পরিবার নিয়ে পচে গেছেন। অভিশাপ তোদের জন্য, টাকা তোরা কবরে নিয়ে যাবি শয়তানের দল।’
উল্লেখ্য, গত দুই দিনে ৬টি গানের ভয়েস দিযেছেন সালমা। এর মধ্যে রোহান রাজের করা ৪টি, বাকী দুটি এইচআর লিটন এবং রনক রায়হান।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০