নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. রফিকুল ইসলাম। গতকাল সোমবার বিকেলে জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, চরজব্বার থানার ওসি মো. রফিকুল ইসলাম মাদক ও অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং, ওয়ারেন্ট তামিলকারী এবং দাফতরিক বিভিন্ন কাজসহ সার্বিক দিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মাসিক কল্যাণ সভায় নোয়াখালীতে মার্চ মাসের কার্য সম্পাদনার ভিত্তিতে চার ক্যাটাগরিতে এবার ৮ জন এবং বিশেষ ক্যাটাগরিতে ৭ জনসহ মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। চার ক্যাটাগরি হলো ‘চৌকস কার্য সম্পাদন’, ‘গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনকারী’ ‘সর্বোচ্চ প্রসিকিউশন দাখিলকারী’ এবং ‘বিশেষ পুরস্কার’। এই চার ক্যাটাগরিতে সেরা পুলিশ সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ ও সনদ তুলে দেওয়া হয়।
শেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মানুষের সেবা করার ব্রত নিয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। সব সময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল। পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান মহোদয়ের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার পুরস্কারের পেছনে আমার সহকর্মী থানার সব এসআই, এএসআই, কনস্টেবলসহ সহকর্মীদের অবদান রয়েছে।
ওসি মো. রফিকুল ইসলামের এ এই সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) বিজয়া সেন বলেন, মাসিক কল্যাণ সভায় মার্চ মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে আটজন এবং বিশেষ পুরস্কার হিসেবে চারজনকে নগদ টাকা ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এর মধ্যে মোহাম্মদ নাজমুল হাসান রাজিব (বেগমগঞ্জ সার্কেল) শ্রেষ্ঠ সার্কেল ও মো. রফিকুল ইসলামকে (চরজব্বর থানা) শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জেলায় যেকোনো অপরাধ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা বিষয়টি আইনের আওতায় আনছি। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। সহকর্মীদের এসব অর্জন দেখে ভালোই লাগে। যারা ভালো কাজ করছেন তাদের আরও বেশি পুরস্কার দেওয়া হবে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোর্তাহিন বিল্লাহ, সহকারী পুলিশ সুপার, (চাটখিল সার্কেল) নিত্যানন্দ দাস, সহকারী পুলিশ সুপার (হাতিয়া সার্কেল) আমান উল্লাহসহ সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,পুলিশ পরিদর্শক (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং বিভিন্ন পর্যালে পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত