রামগতিতে অস্ত্র ও গুলিসহ এক সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর আব্দুল্লাহ ইউনিয়নের জনতা বাজার এলাকায় আজ বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিপি-৩, লক্ষ্মীপুর এর একটি দল বিষে অভিযান চালিয়ে মোঃ ইউসুফ আলী (৪২) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১টি দেশীয় তৈরি এলজি (বন্দুক) ও ৭টি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। এসময় মোঃ আজিম (২৮) নামের অপর সন্ত্রাসী পালিয়ে যায়। সে পালিয়ে যাওয়ার কালে৪ টি ১২ বোর কার্তুজসহ ১১ টি ১২ বোর কার্তুজ উদ্ধার করা হয়। আজিম এলজি নিয়ে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

আজ বৃহস্পতিবার রাতে র‌্যাব-১১,সিপিসি-৩, লক্ষ্মীপুর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জাননো হয়। আরো জানানো হয়েছে, গ্রেফতারকৃত মোঃ ইউসুফ আলী নোয়াখালীর চরজব্বার থানার পানাউল্যাহ’র জনতা বাজার এলাকার মৃত আব্দুর রবের ছেলে। বতমানে সে রামগতির চর আব্দুল্লাহ ইউনিয়নের জনতা বাজার এলাকার খলিল বিয়ারীর বাড়িতে এবং পলাতক আসামী মোঃ আজিম রামগতির একই ইউনিয়নের, তেলিরচর জনতা বাজার এলাকার ডাকাত আজিমের বাড়ির মোঃ ইসলাম মাঝির ছেলে। গ্রেফতারকৃত ইউসুফ আলী এবং পলাতক আজিম ডাকাতি, খুন, চাঁদাবাজি এবং রামগতি ও হাতিয়ার সমূদ্র উপকূলীয় এলাকায় নৌ-ডাকাতি ও জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে থাকে । এছাড়াও এলাকার লোকজনদের ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে। তাদের দুই জনের বিরুদ্ধে রামগতি থানার অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০