রামগতিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

নজরুল ইসলাম, রামগতি : লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন উপলক্ষে আজ বুধবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি উপজেলা সদর আলেকজান্ডারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসনাত খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অলোচনা সভায় বক্তব্য রাখেন রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম পাঠান।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। পরে আলেকজান্ডার কামিল মাদ্রাসা মাঠে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রামগতি স্টেশনের উদ্যোগে একটি মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাসহ জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১