রামগতিতে নদীর তীর সংরক্ষণ প্রকল্প সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন দাবিতে মানববন্ধন

 নিজস্ব প্রতিনিধি,রামগতি(লক্ষীপুর)
মেঘনা নদীর অব্যাহত ভাঙন থেকে লক্ষীপুরের রামগতি-কমলনগর উপজেলাকে রক্ষায় সম্প্রতি একনেকে তিন হাজার ৮৯ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবিতে লক্ষীপুরের রামগতিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রামগতির হাটে বড়খেরী ফাউন্ডেশন ও বাজারের ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, বাজারের ব্যবসায়ী, সওদাগর ফাউন্ডেশনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপজেলা পরিষদের সাবেক ভাইস  চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ সেলিম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও  জেলা পরিষদের সদস্য রোপেনা আক্তার, বড়খেরী ফাউন্ডেশনের সভাপতি মাহবুব আলম নয়ন, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এবং বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মেঘনা নদীর ভয়াবহ ভাঙন রোধে ‘রামগতি ও কমলনগর উপজেলাধীন বড়খেরী ও লুধুয়া বাজার এবং কাদিরপন্ডিতের হাট এলাকা ভাঙন থেকে রক্ষাকল্পে মেঘনা নদীর তীর সংরক্ষণ’ শীর্ষক একটি প্রকল্প সম্প্রতি একনেকে অনুমোদন হয়। তিন হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকার প্রকল্পটি সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে।
সম্প্রতি প্রকল্পটি ঠিকাদারের মাধ্যমে বাস্তবায়নের জন্য দরপত্র আহ্বান করায় এলাকাবাসী ক্ষোভে ফুঁসে উঠছে। সেনাবাহিনীর মাধ্যমে কাজটি করার দাবিতে এক সপ্তাহ ধরে তারা মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১