রামগতিতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নজরুল ইসলাম, রামগতি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলেকজান্ডারের দলীয় কার্যালয়ে মঙ্গলবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় জন্মদিনের কেক কাটার আয়োজন করা হয়। এতে ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাছের, আলেকজান্ডার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সুমন হাওলাদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শোয়াইব হোসেন খন্দকার, উপজেলা কৃষকলীগের সভাপতি আকবর হোসেন ও আসম আবদুর রব সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শেখ হাসিনা জনগণের আস্থার প্রতীক। দেশের ক্রান্তিলগ্নে বঙ্গবন্ধু মুজিবের মতো তিনিও জনগণের পাশে দাঁড়িয়ে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। তার হাত ধরেই অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে দেশ। আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশের প্রশ্নে শেখ হাসিনার কোনো বিকল্প বা সমকক্ষ জনবান্ধব প্রতিশ্রুতিশীল সাহসী রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশে নেই। তাই একমাত্র শেখ হাসিনাই জাতির আশা-আকাক্সক্ষার নির্ভরযোগ্য আশ্রয়স্থল। জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে তার নেতৃত্বে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার পথে। পদ-পদবী আর মর্যাদার মোহে নয়, বঙ্গবন্ধুর আদর্শ যারা অন্তরে ধারণ করেন, সহযোগী হিসেবে তাদের নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। জন্মদিনে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে সবাইকে সততা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর পাশে থাকার জন্য বক্তারা দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আলোচনা সভা শেষে শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০