রামগতি(লক্ষ্মীপুর)প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হারুন বাজারের একটি কসমেটিক দোকানের পিছনে জুয়া খেলার সময় হাতে-নাতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয় । ওই মামলায় তাদেরকে বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন, চরপোড়াগাছা ইউনিয়নের চর কলাকোপার গ্রামের আবুল খায়েরের ছেলে আবুল বাসার (৩৫), একই এলাকার আবুল কালামের ছেলে আনোয়ার হোসেন (৩৫), মৃত আবদুল্লার ছেলে মোঃ জহির (৪০), আবু তাহেরের ছেলে মো. জামাল (২৭), মো. তালিমের ছেলে মো. মামুন (২৮), হালিমের ছেলে মো. মিলন (৩৫) এবং রামগতি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আবদুল মান্নানের ছেলে মো. এমরান (৪০)।
রামগতি থানার ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, পুলিশ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে তাদের হাতে-নাতে আটক করা হয়। পরে জুয়া আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।