রামগতিতে স্কুলে যাওয়ার পথে দুই শিশুসহ মা নিখোঁজ, থানায় জিডি

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় স্কুলে যাওয়া পথে দুই শিশুসহ তাদের মা নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের নিজ বাড়ি থেকে রামদয়াল বাজার আইডিয়াল প্রি-ক্যাডেট একাডেমির উদ্দেশ্যে বের হন তারা। কিন্তু এরপর থেকে তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় শিশুদের বাবা মো. হেলাল ওইদিন রাতেই রামগতি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
নিখোঁজরা হচ্ছে- মা মারজাহান (২৭), বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়া (৮) ও ছোট মেয়ে বিবি ফাতেমা (৪)।
মো. হেলাল জানান, বড় মেয়ে সুরাইয়া জাহান সামিয়ার দ্বিতীয় শ্রেণির পরীক্ষা ছিল। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সামিয়াকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়ার জন্য তার মা মারজাহান বাড়ি থেকে বের হন। ওই সময় ছোট মেয়ে বিবি ফাতেমাকেও তার সাথে নেন। সকাল ১০টায় স্কুল থেকে শিক্ষিকা শিলা আক্তার মোবাইল ফোনে সামিয়া পরীক্ষা কেন্দ্রে না পৌঁছার কথা জানালে হেলাল তাদের খুঁজতে বের হন। তাদেরকে কোথাও খুঁজে না পেয়ে রাতেই থানায় সাধারণ ডায়েরি করেন হেলাল।
রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, দুই মেয়েসহ মা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় নিখোঁজ মারজাহানের স্বামী মো. হেলাল থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিখোঁজদের খবরটি সব জায়গায় দেয়া হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০