রামগতিতে হাসপাতালে অক্সিজেন সংযোগের টিউব ফেটে বিস্ফোরণ

নজরুল ইসলাম, রামগতি(লক্ষ্মীপুর)

 

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ পরীক্ষা করার সময় সংযোগের টিউব ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। এসময় রোগীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণে বিকট শব্দ হয়ে পুরো দুইটি ওয়ার্ডসহ কয়েকটি কক্ষে ধোঁয়া ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগীদের নিয়ে আতঙ্কে ছোটাছুটি করে হাসপাতালের বাইরে নিয়ে যান স্বজনেরা। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে সব রোগীকে ওয়ার্ডে নিয়ে আসেন হাসপাতাল কর্তপক্ষ ও স্বজনরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স রামগতি ষ্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌছে। এসময় রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অক্সিজেন সিলিন্ডার সরবরাহকৃত প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ কোম্পানীর কারিগরি বিভাগের ফোরম্যান নাজমুল ইসলাম মিঠু জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করার জন্য কাজ করা হচ্ছে। এই হাসপাতালে রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য প্রতিটি ওয়ার্ডে এবং জরুরী বিভাগে কপার পাইপসহ প্রয়োজনীয় সবকিছু স্থাপনের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। শুক্রবার রাতে সিলিন্ডার থেকে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ পরীক্ষা করার সময় সংযোগের টিউব ফেটে বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার এসএম আমির ফয়ছল জানান, শুক্রবার রাতে হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ডে নিউমনিয়া, ডায়রিয়া এবং পেটেব্যাথাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ২৩ জন রোগী ভর্তি ছিল। অক্সিজেন সরবরাহ পরীক্ষা করার সময় একটি বিকট শব্দ হয়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ওয়ার্ডগুলো। এতে রোগীরা ভয়ে ছোটাছুটি করে। তবে কেউ আহত হয়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামনশিস মজুমদার জানান, হাসপাতালে রোগীদের অক্সিজেন সেবা চালু করার জন্য সিভিল সার্জন আবদুল গাফ্ফারের সহযোগীতায় আবুল খায়ের গ্রুপ কোম্পানীর সহায়তায় হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এ সেবার আওতায় কেন্দ্রীয় লাইনের মাধ্যমে একসঙ্গে পুরুষ ও মহিলা ওয়ার্ডে ১৭টি, বর্ধিত ওয়ার্ডে একটি এবং জরুরী বিভাগের ২টি পয়েন্টের মাধ্যমে ২০ জন রোগীকে অক্সিজেন সরবরাহ করা যাবে। শুক্রবার রাতে সরবরাহ পরীক্ষা করার সময় একটি শব্দে রোগীরা ভয় পেয়ে যায়। এতে কোন সমস্যা হয়নি এবং কেউ আহত হয়নি।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮