রায়পুরে অবৈধ বালু উত্তোলন,১১টি ড্রেজার মেশিন ধ্বংস-জরিমানা

মো. আবদুল মালে,লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১১ ড্রেজার মেশিন ধ্বংস করে ৫০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নের চান্দার খাল ফিশারী গেইট, সাজু মোল্লার ঘাট, জালিয়ার চর এবং মেঘনা বাজার সংলগ্ন এলাকায় পৃথক অভিযানে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (এনডিসি) শাহেদ আরমান।
উপজেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার ২ ও ৮ নং ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে বালু উত্তোলন করে বিক্রি করছে একটি বালু খেকো চক্র। বালু উত্তোলন নদী ভাঙনসহ প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এমরান খানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় মেঘনা নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে ১১টি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস এবং সোহেল সর্দার (৪৫) নামক একজনকে আটক করা হয়। পরে আটত ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বালু উত্তোলনের ফলে নদী ভাঙনসহ পরিবেশের মারাত্বক ক্ষতি হচ্ছিল। বালুমহাল আইনে বালু উত্তোলনকারীদের জরিমানাসহ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮