সুবর্ণ প্রভাত ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত জানিয়েছেন, ওয়াশিংটন রাশিয়ার ২৪ কূটনীতিককে আগামী ৩ সেপ্টেম্বর নাগাদ দেশ ত্যাগ করার কথা বলেছে। ভিসার মেয়াদ শেষ হওয়ায় তাদেরকে যুক্তরাষ্ট্র ছাড়ার কথা বলা হলো। খবর এএফপি’র।
রোববার প্রকাশিত ওয়াশিংটন ভিত্তিক দি ন্যাশনাল ইন্টারেস্টকে দেয়া এক সাক্ষাতকারে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তোনোভ বলেন, আমরা ২৪ কূটনীতিকের একটি তালিকা পেয়েছি, যারা ২০২১ সালের ৩ সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্র ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। ওয়াশিংটন ভিসা প্রদান প্রক্রিয়া হঠাৎ করে কঠিন করার কারণে তাদের প্রায় সকলকে প্রতিস্থাপন ছাড়াই যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে।
অ্যান্তোনোভ জানান, গত ডিসেম্বরে মার্কিন পররাষ্ট্র বিভাগ একতরফাভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করা রুশ কূটনীতিকদের মেয়াদ তিন বছর নির্ধারণ করে। আমরা যতটা জানি, আর কোন দেশের ক্ষেত্রে তা প্রয়োগ করা হয়নি।
এদিকে মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র নেড প্রাইস সোমবার বলেন, বিষয়টির ব্যাপারে অ্যান্তোনোভ যে ব্যাখা দিয়েছেন তা সঠিক নয়। রুশ কূটনীতিকদের যুক্তরাষ্ট্রে অবস্থান করার ভিসার মেয়াদ তিন বছর এটা নতুন কিছু না।
রাশিয়ার ২৪ কূটনীতিককে ৩ সেপ্টেম্বর নাগাদ যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৩, ২০২১
- ৮:৪৭ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |