র‌্যাব সদর দপ্তরে পরীমণিকে জিজ্ঞাসাবাদ চলছে, সহযোগী রাজ আটক

সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্ক

বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণিকে আটক করেছে র‌্যাব। তার বনানীর বাসায় প্রায়৪ ঘণ্টা ধরে র‌্যাবের অভিযানের পর রাত সাড়ে ৮টা দিকে তাকে আটক করা হয়েছে। আটকের পর তাকে র‌্যাবের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। গতকাল বুধবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে তার বাসায় অভিযান শুরু করে র‌্যাব-১ ও র‌্যাব সদর দফতরের একাধিক টিম। অভিযানকালে তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) কর্নেল কে এম আজাদ গণমাধ্যমকে বলেন, পরীমণিকে র‌্যাবের সদর দপ্তরে নেওয়ার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরীমনির বাসা থেকে বিপুল পরিমাণে ওয়াইন, ভয়ংকর মাদক আইস, এলএসডি ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। বেশ কিছু বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।

পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতার হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।

বিকৃত যৌনাচরণের উপকরণসহ পরীমণির সহযোগী রাজ আটক

ছবি সংগ্রহীত

চিত্রনায়িকা পরীমণিকে আটকের পর তার সহযোগী নজরুল ইসলাম রাজকে আটক করেছে র‌্যাব। রাজ আলোচিত প্রযোজক, অভিনেতা ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার তার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র‌্যাব। একই সময় রাজের আরো দুই সহযোগীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টায় থেকে টানা দুই ঘণ্টার অভিযান শেষে রাত সোয়া ১০টা দিকে তাকে বের করে আনেন র‌্যাবের সদস্যরা। অভিযানে নজরুল ইসলাম রাজের বাসা থেকে মাদক ও সীসা সেবনের সরঞ্জাম সহ বিকৃত যৌনাচরণের উপকরণ জব্দ করেছে র‌্যাব। রাজকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর-দফতরে নিয়ে যাওয়া হয়। সে খানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পরীমণির প্রথম ছবি ‘ভালোবাসা সীমাহীন’-এর প্রযোজক ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার হলে রাজ।

 

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১