লকডাউনে সেনবাগে প্রশাসনের কঠোর অবস্থান

খোরশেদ আলম , সেনবাগ প্রতিনিধি

কঠোর লকডাউনের তৃতীয়দিন নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ক্ষেমালিকা চাকমার নেতৃৃত্বে বিজিবি ও পুলিশ সদস্য সকাল থেকে সেনবাগ পৌর শহর ও উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক তৎপরতা ছিল। এসময় রাস্তায় বের হওয়া মানুষজনকে সচেতন করতে দেখা যায়। তবে গ্রামগঞ্জে লকডাউনের প্রভাব নেই বললেই চলে। গ্রামের অধিকাংশ দোকানপাট খোলা রাখা হয়েছে। সাধারণ মানুষজন অবাধে চলাচল করছে। গ্রাম এলাকায় প্রসাশনের তৎপরতা নেই বললে চলে। এ দিকে গত দুইদিনে শুধু সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম মজুমদার- উপজেলা বিভিন্ন স্থানে বিনা প্রয়োজনে বাড়ির লোকজন বের হওয়া, মাস্ক বিহীন চলাচল ও স্বাস্থ্যবিধি অমান্য করা এবং দোকান-পাট খোলা ও যানবাহ চালানোর অপরাধে ১৭টি মামলয়া ১৪ হাজার তিন শত টাকা জরিমানা আদায় করেন।

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০