খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধি
কঠোর লকডাউন অমান্য করে মাস্ক পরিধান না করায় এবং স্বাস্থ্যবিধি না মানায় নোয়াখালীর সেনবাগ উপজেলায় ৪২টি মামলায় মোট ৩২ হাজার আট শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ক্ষেমালিকা চাকমা।
কঠোর লকডাউনের দ্বিতীয় দিন শুক্রবার লকডাউন অমান্য করায় সেনবাগ উপজেলার বিভিন্ন স্থানে সকাল থেকে বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত ১৮টি মামলায় মোট নয় হাজার সাত শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্র্রেটগন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম মজুমদার গতকাল শুক্রবার বিকালে ইত্তেফাককে জানান, লকডাউনের প্রথমদিন লকডাউন অমান্য করায় ২৪টি মামলায় মোট ২৩ হাজার চার শত টাকা জরিমানা করা হয়েছে। মাস্ক পরিদান না করলে বা স্বাস্থ্যবিধি না মানলে অভিযান আরো কঠোর করা হবে বলে মন্তব্য করেন।
#
তারিখ: ০২.০৭.২০২১ইং সেনবাগ সংবাদদাতা
নোয়াখালী।
০১৭১২-২৫০৮২৮
1 thought on “লকডাউন অমান্য করায় সেনবাগে ৪২ মামলায় ৩২ হাজার আট শত টাকা জরিমানা আদায়”
Зарегистрируйтесь прямо сейчас и получите 100 фриспинов без депозита, чтобы испытать свою удачу в увлекательных играх и повысить свои шансы на крупный выигрыш. рейтинг казино онлайн fadhlpqtco …