রামগতি প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মাছঘাটে নৌকা রাখাকে কেন্দ্র করে জেলেদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার আলেকজান্ডার সেন্টারখাল মাছঘাট এলাকায় ঘাটের ব্যবসায়ী দিপু খন্দকার ও বাবুল দালালের গদির (আড়ৎ) জেলেদের মধ্যে এ সংর্ঘের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে তিন জেলেকে আটক করা হয়।
আহতদের মধ্যে বরিশাল জেলার হিজলা উপজেলার চরকুশিরা গ্রামের লতিফ লাহাড়ীকে (৪০) নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহতদের মধ্যে একই এলাকার আখের হোসেন (২২) ও রামগতি পৌরসভার শিক্ষাগ্রাম এলাকার মো. শরিফকে (১৭) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি এবং অন্যদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় ও আহত জেলেদের সূত্রে জানা যায়, উপজেলার আলেকজান্ডার সেন্টারখাল মাছঘটের বেড়ীবাঁধের পাশে মেঘনা নদীতে ঘাটের ব্যবসায়ী দিপু খন্দকারের আড়তের মাছধরার একটি বড় ট্রলার নোঙ্গর করা ছিল। এ সময় একই ঘাটের ব্যবসায়ী বাবুল দালালের আড়তের ইঞ্জিনচালিত একটি মাছধরার নৌকা বড় ট্রলারের পাশে এসে নোঙ্গর করে। এতে ট্রলারের জেলেরা বাধা দিলে উভয় জেলেদের মধ্যে বাগ্বিতন্ডা হয়। একপর্যায় উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১০ জেলে আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং ঘটনাস্থল থেকে তিন জেলেকে আটক করে থানায় নিয়ে যান।
রামগতি থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তিনজনকে আটক করে। আটকরা থানা হেফাজতে রয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।