নজরুল ইসলাম, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে ‘শেখ হাসিনা: বিশ্বজয়ী নন্দিত নেতা’ শীর্ষক ‘জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার’ আয়োজন করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা সদর আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিনের সভাপতিত্বে এক অলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. শফিকুল ইসলাম পাঠান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রাহিদ হোসেন, আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার প্রমূখ। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‘শেখ হাসিনা : বিশ^জয়ী নন্দিত নেতা’ বিষয়ে প্রতিযোগিতায় বিজয়ীরা হচ্ছে, ‘ক’ বিভাগে প্রথম স্থানে রয়েছে আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী আয়েশা আলম, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর-পশ্চিম চরসীতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সাইমুন দাস, তৃতীয় স্থানে রয়েছে আনারুল্যাহ সিকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ফাহমিদা সিকদার।
‘খ’ বিভাগে প্রথম স্থানে রয়েছে আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী জারিন তাহসিন ছোয়া, দ্বিতীয় স্থানে রয়েছে একই বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী আবিদা হোসেন অনন্যা, তৃতীয় স্থানে রয়েছে আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মুনছাহা ফারয়েজ এবং
‘গ’ বিভাগে প্রথম স্থানের রয়েছে আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী রাত্রী সাহা, দ্বিতীয় স্থানে রয়েছে চর সেকান্দর সফিক একাডেমীর দশম শ্রেণির ছাত্রী স্নিন্ধা দাস, তৃতীয় স্থানে রয়েছে আলেকজান্ডার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় সহযোগিতায় ছিলেন, আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আকতার, মধ্য চরডাক্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুশারফ হোসেন, পশ্চিম সেকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।