নজরুল ইসলাম, রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
বিদেশে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য নির্বাচিত হওয়ায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিনকে সংবর্ধনা দিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল। আজ শনিবার সকালে উপজেলা সদর আলেকজান্ডারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আযোজন করা হয়।
বীরমুক্তিযোদ্ধা আবদুল বাচেত জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রামগতি পৌরসভার মেয়র এম. মেজবাহ উদ্দিন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাসুদ মোস্তফা প্রমূখ।
সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মোমিন বলেন, এই এলাকার মানুষ খুবই ভাল এবং আন্তরিক, আর এখানকার রাজনৈতিক পরিবেশ আরও অনেক ভাল। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে তিনি উল্লেখ করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মোমিনকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ক্রেষ্ট উপহার প্রদান করা হয়।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মোমিন ২০১৯ সালের শেষের দিকে রামগতি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি কাজের প্রতি খুবই আন্তরিক ছিলেন। দীর্ঘ সময়ে তার কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে তিনি জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষের সঙ্গে আন্তরিকভাবে সুন্দর আচরণ করেছেন। এতে করে সাধারণ মানুষের মধ্যে একজন জনবান্ধন নির্বাহী অফিসার হিসেবে তিনি পরিচিতি অর্জন করতে সক্ষম হন।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মোমিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করছিলেন। তিনি যুক্তরাজ্যে উচ্চ শিক্ষা গ্রহনের জন্য নির্বাচিত হয়েছেন। আগামী মাসে যুক্তরাজ্যে যাওয়ার জন্য এ মাসের শেষের দিকে তিনি রামগতি থেকে বিদায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রনালয়ে যুক্ত হবেন।