লক্ষ্মীপুর প্রতিনিধি : ‘হৃদয়ের বন্ধনে আবদ্ধ একটি পরিবার’- এ শ্লোগানকে সামনে রেখে করোনা সংক্রমন প্রতিরোধে আর্তমানবতার সেবায় এগিয়ে এসেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ। জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় করোনা সংক্রমন প্রতিরোধ, করোনা আক্রান্ত এবং মৃতদের দাফন-কাফনে কাজ করায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মাঝে অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুরে এ আলমের সভাপতিত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৫টি উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে এই অক্সিজেন সিলিন্ডারগুলো বিতরণ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা. আবদুল গফ্ফার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন বিভিন্ন স্বেচ্চাসেবী সংগঠনের কর্মী, জেলা ও উপজেলা পরিষদের কর্মকর্তারা।
জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, করোনায় আক্রান্ত ব্যাক্তিদের সবচেয়ে বেশি দরকার হয় অক্সিজেন। তাই সময় মতো অক্সিজেন না পেলে অনেক করোনা আক্রান্ত রোগী মারা যায়। জেলা প্রশাসনের উদ্যোগে ৫টি উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বিনামূল্যে অক্সিজেন ও অক্সিমিটার বিতরণ করা হয়েছে। সরকারের পাশাপাশি সমাজের অর্থবিত্তবান ব্যাক্তিরা যেন এ কাজে এগিয়ে আসার অনুরোধ করেন জেলা প্রশাসক। এটি যেন অব্যাহত রাখা যায় সে ব্যবস্থা করা হবে।
লক্ষ্মীপুরে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করলেন জেলা প্রশাসক
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৪, ২০২১
- ৬:১১ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত