লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলায় আজ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়েছে।
এবার দিবসটির প্রতিপাদ্য ‘ডিজিটাল সমতা সকল বয়সের প্রাপ্যতা’।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সমাজসেবা অধিদপ্তরের জেলা কার্যালয়ের উদ্যোগে আলাচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলায় সমাজসেবা অদিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নুর-ই আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবীণ হিতৈষী সংঘের জেলা শাখার সভাপতি রুহুল আমিন।