লক্ষ্মীপুরে এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছবি সংগৃহীত

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে তাস খেলাকে কেন্দ্র করে শরীফ ব্যাপারী (৩৫) নামের এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।   আজ মঙ্গলবার ভোরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শরীফ লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের পশ্চিম চর রমনীমোহন গ্রামের আবদুল ব্যাপারীর ছেলে। তিনি মেঘনা নদীতে মাছ শিকার করতেন।

নিহতের বাবা আবদুল ব্যাপারীর অভিযোগ, স্থানীয় নাছির মোল্লা, জাহাঙ্গীর মোল্লা, আলমগীর মোল্লা, কাশেম ছৈয়াল ও হযরত আলী মাঝিরা তার ছেলেকে পরিকল্পিতভাবে পিটিয়েছে। তিনি এ হত্যার বিচার চান। তার ভাষ্যমতে, তার ছেলের কাছে ৫০ হাজার টাকা ছিল। ওই পাঁচজন ওই টাকা আত্মসাতের জন্য সোমবার সন্ধ্যায় মজুচৌধুরীর হাট থেকে তার ছেলেকে স্থানীয় সবুজের চায়ের দোকানের সামনে তাস খেলার জন্য ডেকে নিয়ে যায়। সেখানে কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা শরীফকে মারধর করে। এ সময় অচেতন হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।  তার অবস্থার অবনতি হলে ভোরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত  চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, তাস খেলাকে কেন্দ্র করে এক জেলেকে মারধর করা হয়েছে বলে শুনেছি। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১