মো. আবদুল মালেক, লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুরে জুলাই-আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এই আয়োজন করা হয়।
এতে লক্ষ্মীপুর জেলায় ১৬জন শহীদ পরিবারের প্রত্যেককে ১০,০০০ টাকা এবং ২৫৮ জন আহতের প্রত্যেককে ৫,০০০ টাকা করে মোট ১৪,৫০,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আকতার হোসেন, সিভিল সার্জন আহাম্মদ কবীর, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক মো. জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্বপন কুমার হালদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল ও ছাত্র সমন্বয়কবৃন্দ।
পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এরই মধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যারা অবৈধ সম্পদের মালিক, তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার তার বক্তব্যে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদেরকে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে বলেন, আহতদের সুচিকিৎসা নিশ্চিতে সিভিল সার্জনের নেতৃত্বে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ২২ জনকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আহত ও শহীদ পরিবারের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে পুলিশ।
উল্লেখ্য, সারাদেশের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ও আগস্টে লক্ষ্মীপুরে শহীদ হন ১৬ জন। এর মধ্যে ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে ৪ শিক্ষার্থী মারা যান। এ সময় তিন শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হয় ৫শর বেশি মানুষ। এসব ঘটনায় ৫হাজার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামী করে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। অন্য ১২জন মারা যান ঢাকায়।
লক্ষ্মীপুরে গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
- সুবর্ণ প্রভাত
- ডিসেম্বর ৫, ২০২৪
- ৩:২২ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
হাতিয়ায় আগুনে পুড়ল ১৪ দোকান
•
জানুয়ারি ২৩, ২০২৫
সেনবাগে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
•
জানুয়ারি ২২, ২০২৫
লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
•
জানুয়ারি ২২, ২০২৫