মো. আবদুল মালেক,লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যােগে আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদের যথাযথ সম্মান, তাদের পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দিয়ে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, জেলা সিভিল সার্জন ডা. আহাম্মদ কবীর, জেলা বিএনপির সদস্য সচিব শাহাব উদ্দিন সাবু ও জেলা জামায়াত ইসলামীর আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া প্রমুখ।
এর আগে জুলাই-আগষ্টে আন্দোলনে আহত ও যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে কিছুক্ষন নিরবতা পালন করা হয়। সভায় ছাত্র সমন্বয় ছাড়াও অংশ নেন আহত ছাত্র-জনতা তাদের পরিবার ও শহীদ পরিবারের সদস্যরা।
সভায় বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয়। কৃতজ্ঞ জাতি দুর্নীতিমুক্ত থেকে সততার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে। শহীদের রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ সবার সমন্বিত অংশগ্রহনে মেধাভিত্তিক জাতি গঠনের মাধ্যমে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
উল্লেখ্য, সারাদেশের মতো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জুলাই ও আগস্টে লক্ষ্মীপুরে শহীদ হন ১৬ জন। এর মধ্যে ৪ আগস্ট লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে ৪ শিক্ষার্থী মারা যান। এ সময় তিন শতাধিক ছাত্র-জনতা গুলিবিদ্ধসহ আহত হয় ৫শর বেশি মানুষ।
এসব ঘটনায় ৫ হাজার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীকে আসামী করে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৭৬জন। অন্য ১২জন মারা যান ঢাকায়।
লক্ষ্মীপুরে গণ-অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে স্মরণসভা
- সুবর্ণ প্রভাত
- নভেম্বর ২৬, ২০২৪
- ৫:৩৭ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
•
ডিসেম্বর ১০, ২০২৪
সোনাইমুড়ীতে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন
•
ডিসেম্বর ১০, ২০২৪
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
•
ডিসেম্বর ১০, ২০২৪
সোনাইমুড়ীতে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন
•
ডিসেম্বর ১০, ২০২৪