লক্ষ্মীপুরে চার সাংবাদিকের ওপর হামলা-গুলির প্রতিবাদে মানববন্ধন

আবদুল মালেক,লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুরসহ সারাদেশে পেশাগত কাজ করার সময় সাংবাদিকদের ওপর হামলা ও গুলি করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের আয়োজনে উত্তর তেমুহনী এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে একাত্মতা পোষন করে বক্তব্যকালে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।
লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি হোসেন আহমদ হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আ হ ম মোশতাকুর রহমান, কামাল উদ্দিন হাওলাদার, সাংবাদিক জহির উদ্দিন, হাবিবুর রহমান সবুজ, আব্বাছ হোসেন, প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, সাইফুল ইসলাম স্বপন, লক্ষ্মীপুর টেলিভিশন ফোরামের সদস্য সচিব আনিস কবির, লক্ষ্মীপুর রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক গাজী মমিন ও চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুল নুর প্রমুখ।
বক্তারা বলেন, সারাদেশে পেশাগত কাজে বাধাসহ সাংবাদিকদের ওপর একের পর এক হামলা ও গুলিবর্ষনের ঘটনা ঘটছে। ৩ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালন কালে লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের ওপর হামলা করা হয়। একপর্যায়ে তাদেরকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। গুলি লক্ষচ্যুত হওয়ায় তারা প্রাণে বেঁচে গেছেন। দ্রুত সময়ের মধ্যে এ হামলার সঙ্গে জড়িত সকল অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারেরও জোর দাবি জানান তারা।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১