মো. আবদুল মালে,লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেনকে হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার বিকেলে র্যাব অভিযান চালিয়ে দিঘলী গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী সাব্বির হোসেন রাসেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি জাবেদ হোসেন। তিনি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।
সূত্র জানায়, গত ২০ আগস্ট রাতে সাব্বির হত্যা মামলায় এজাহারনামীয় আসামি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটওয়ারী এবং ১৬ সেপ্টেম্বর রাতে লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী গ্রেফতার হয়েছেন। সৈয়দ আহম্মদ আরও একটি হত্যা ও পুলিশের দায়ের করা একটি মামলারও আসামি।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার গোলাম মোর্শেদ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জাবেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ঘটিয়ে ছাত্রজনতা হত্যা মামলার এজাহারনামীয় আসামি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরের মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায়
আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গুলিতে সাব্বিরসহ ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। ওইদিন তাদের গুলিতে দুই শতাধিক ছাত্র-জনতা আহত হয়। নিহত সাব্বির সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের শরীফপুর গ্রামের আমির হোসেনের ছেলে ও দালাল বাজার ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। ১৪ আগস্ট সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।
লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জাবেদ গ্রেফতার
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ২, ২০২৪
- ৮:৫২ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
হাতিয়ায় আগুনে পুড়ল ১৪ দোকান
•
জানুয়ারি ২৩, ২০২৫
সেনবাগে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
•
জানুয়ারি ২২, ২০২৫
লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
•
জানুয়ারি ২২, ২০২৫
1 thought on “লক্ষ্মীপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জাবেদ গ্রেফতার”
selamat datang di situs slot online, slot online daftar