লক্ষ্মীপুরে জুলাই ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে লিফলেট বিতরণ

মো. আবদুল মালেক,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’র পক্ষে জনমত তৈরির লক্ষ্যে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে শহরের উত্তর তেমুহনী থেকে এ কার্যক্রম শুরু করা হয়।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে এ লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণকালে ‘জুলাইয়ের প্রেরণা, দিতে হবে ঘোষণা’ স্লোগান দেন নেতাকর্মীরা।
এছাড়া দিনব্যাপী সদরের মান্দারী, চন্দ্রগঞ্জ ও রায়পুরসহ জেলাব্যাপী এ কার্যক্রম চলছে বলে জানান অংশগ্রহণকারীরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্র সমন্বয়ক আরমান হোসাইন, সারোয়ার হোসেন, এনামুল হক, রেদওয়ান হোসেন রিমন, সাহেদুর রহমান রাফি ও সাইফুল ইসলাম মুরাদসহ নাগরিক কমিটির সদস্যবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এই অভ্যুত্থানকে টিকিয়ে রাখতে এবং বৈশ্বিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে অবিলম্বে ঘোষণাপত্র জারি করতে হবে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র জারি না হলে আগামীতে ছাত্ররা আন্দোলনের জন্য প্রস্তত রয়েছে বলেও ঘোষণা দেন তারা।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১