লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নে করোনাভাইরাসের টিকা নিতে আসা লোকজনকে লাঠিপেটা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার অনুসারীদের বিরুদ্ধে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ওই ইউনিয়নের মুন্সিরহাট ১নং ওযার্ডের খন্দকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন- মহাদেবপুর গ্রামের আজগর আলী, তার মা আমেনা বেগম, আব্বাস উদ্দিন, ফারুক হোসেন ও মো. জামাল। তারা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, ৭ আগস্ট ওই খন্দকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে টিকা দেয়ার কথা ছিল। পরবর্তীতে তারিখ পরিবর্তন হয়ে তা গতকাল মঙ্গলবার (১০ আগস্ট) করা হয়। এ খবরে ওয়ার্ডের লোকজন ভোর থেকে কেন্দ্রে এসে সারিবদ্ধভাবে লাইনে দাঁড়ান। কিন্তু কয়েকজন ব্যক্তি লাইনে না দাঁড়িয়েই টিকা নিচ্ছেন- এমন অভিযোগে লাইনে থাকা লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল ও তার অনুসারীরা গ্রাম-পুলিশদের হাত থেকে লাঠি নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। হুড়োহুড়ি দেখে অনেক নারী-পুরুষ টিকা না নিয়ে বাড়ি ফিরে যান।
আহত আজগর আলী অভিযোগ করে বলেন, মাকে নিয়ে ভোর সাড়ে ৬টার দিকে টিকাকেন্দ্রে এসে লাইনে দাঁড়ান তিনি। এ সময় সিরিয়াল ভঙ্গ করাকে কেন্দ্র করে হঠাৎ সোহেল চেয়ারম্যান ও তার অনুসারীরা এলোপাতাড়ি লাঠিপেটা শুরু করেন। এ সময় তার মা আঘাতপ্রাপ্ত হলে প্রতিবাদ করতে গেলে তাকেও একটি কক্ষে আটক রেখে মারধর করে মোবাইল ফোন নিয়ে যায়। পরে টিকা না নিয়েই তারা বাড়ি ফিরে যান।
আরেক ভুক্তভোগী আব্বাস উদ্দিন বলেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাইনে দাঁড়ানো ছাড়া কিছু লোককে টিকার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু আমরা প্রতিবাদ করায় আমাদেরকে লাঠিপেটা করেছেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।
মারধরের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, টিকা কম, মানুষ বেশি। এ জন্য লোকজনের মধ্যে ধাক্কাধাক্কি-হাতাহাতি হয়েছে। পরে পরিস্থিতি শান্ত হয়।
লক্ষ্মীপুরে টিকা নিতে এসে লাঠিপেটার শিকার, নারীসহ আহত ৫
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ১১, ২০২১
- ৩:০৩ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |