মো. আবদুল মালেক,লক্ষ্মীপুর প্রতিনিধিঃঠাণ্ডা বাতাসের দাপটে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে তাদের পাশে দাঁড়াল লক্ষ্মীপুর জেলা প্রশাসক।
আজবৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার মজুচৌধুরীর হাট ঘাট এলাকায় ভাসমান বেদে পরিবারের মাঝে দুই শতাধিক শীতের কম্বল বিতরণ করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান।
শীতবস্ত্র বিতরণ কালে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাজিয়া পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, চর রমনীমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু ইউসুফসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে প্রতিবছরই অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। তারই ধারাবাহিকতায় এবার বেদে সম্প্রদায়ের এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি জেলা প্রশাসক।
কম্বল বিতরণের সময় সাংবাদিকদের জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলেন, সরকারিভাবে শীতবস্ত্র বিশেষ করে কম্বল বিতরণ শুরু করা হয়েছে। যে কোন দুযোর্গ মোকাবেলা করা সরকারের একার পক্ষে সম্ভব নয় জানিয়ে তিনি জেলার বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
লক্ষ্মীপুরে বেদে পল্লীতে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক
- সুবর্ণ প্রভাত
- জানুয়ারি ১১, ২০২৪
- ৭:৫৯ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
হাতিয়ায় আগুনে পুড়ল ১৪ দোকান
•
জানুয়ারি ২৩, ২০২৫
সেনবাগে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
•
জানুয়ারি ২২, ২০২৫
লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
•
জানুয়ারি ২২, ২০২৫