লক্ষ্মীপুরে সড়কে সেপটিক ট্যাংক নির্মাণ করায় আওয়ামী লীগ নেতার লাখ টাকা জরিমানা

মো. আবদুল মালেক,লক্ষ্মীপুর প্রতিনিধিঃলক্ষ্মীপুরে অবৈধভাবে সড়ক দখল ও বিনষ্ট করে সেপটিক ট্যাংক নির্মাণ করায় মজিবুর রহমান ফারুক নামের এক আওয়ামী লীগ নেতাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার রাতে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাটে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান।
তিনি বলেন, অবৈধভাবে সড়ক দখল করে সেপটি ট্যাংক নির্মাণ করেছেন মজিবুর রহমান। এ অপরাধে তাকে জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ক্ষতিগ্রস্ত সড়কটি আগামী তিন দিনের মধ্যে ঠিক করে দেবেন বলে তিনি মুচলেকা দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত মজিবুর রহমান সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তর করইতলা গ্রামের খলিলুর রহমানের ছেলে ও বাহরাইন প্রবাসী। তিনি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সদস্য।
স্থানীয়রা জানান, দত্তপাড়া ইউনিয়নের মোল্লার হাট এলাকায় অলি উল্যা ডিসি সড়কের একটি অংশ অবৈধভাবে দখল করে সেপটি ট্যাংক নির্মাণ করছিলেন মজিবুর রহমান। রাস্তা নষ্ট করে সেপটিক ট্যাংক নির্মাণের বিষয়টি স্থানীয়রা সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান।
অভিযানের সময় দত্তপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টি এম কামাল উদ্দিন, দত্তপাড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আনোয়ারা বেগম ও দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোহাম্মদ বাসার উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১